|
|
|
|
|
ফন্ট কি? কম্পিউটারের পরিভাষায় ফন্ট একটি রেফারেন্স
তালিকা যা কোন ভাষার বর্ণমালায় ব্যবহৃত সমস্ত বর্ণ ও চিহ্নের আকৃতিকে (glyph) ধরে রাখে নির্দিষ্ট নম্বরের বিপরীতে। কম্পিউটারের
মনিটরে টেক্সট দেখা বা প্রিন্ট করার কাজে ফন্ট ব্যবহৃত হয়। লেখার
সময় ফন্টকে ব্যবহার করে কিবোর্ড ড্রাইভার। অর্থাত্
কম্পিউটারে লেখার জন্যে ফন্ট ও কিবোর্ড ড্রাইভার দুটোই দরকার। ফন্ট এবং
সফটওয়্যারের পার্থক্য সম্পর্কে আরো জানার জন্যে FAQ পড়ুন। বাংলা ফন্ট — স্ট্যাণ্ডার্ড/ নন্স্ট্যাণ্ডার্ড কম্পিউটারে বাংলার ব্যবহার শুরু হবার পর দুই
যুগ অতিক্রান্ত হলেও কিছুদিন আগে পর্যন্ত বাংলার জন্যে কোন প্রমিত বা
স্ট্যান্ডার্ড ফন্ট ছিল না — ইংরেজি অচির
কিবোর্ডে এই ধরনের নন্স্ট্যাণ্ডার্ড স্কীমে তৈরি ফন্ট ব্যবহার করা হয়েছে। এর ভাল
দিক হল — যেকোন উইণ্ডোজ অপারেটিং সিস্টেমের
যেকোন প্রোগ্রামে এই ফন্ট (তথা কিবোর্ড)
ব্যবহার করে লেখা যায়।
কারণ, সব অপারেটিং সিস্টেম ও প্রোগ্রাম বাংলা, তথা বিশ্বের সমস্ত ভাষার জন্যে কম্পিউটারের টেক্সট এনকোডিং এর প্রমিত বা
স্ট্যাণ্ডার্ড স্কীম হল ইউনিকোড।
এ’যাবত্ বাংলার জন্যে কোন ইউনিকোড ফন্ট ছিল না (এবং অপারেটিং সিস্টেমেও বাংলার
জন্যে সাপোর্ট ছিল না)।
অতি সম্প্রতি স্বেচ্ছাসেবী
বাংলা-প্রেমিক কম্পিউটারজীবীদের প্রচেষ্টায় কয়েকটি ইউনিকোড ওপেন টাইপ বাংলা ফন্ট
তৈরি হয়েছে যা বিনা মূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেয়া যাবে। এ’ধরনেরই এক সৌখিন ফন্ট নির্মাতার অনুমতিক্রমে এই প্যাকেজে
তার তৈরি দু’টি চমত্কার ইউনিকোড ওপেন টাইপ বাংলা
ফন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে — রূপালী এবং সোলায়মানলিপি। অধুনা
এবং অনতি
কিবোর্ডে এই ফন্ট দু’টি ব্যবহার হবে। এই ফন্টে
তৈরি ডকুমেন্ট অন্য কম্পিউটারে পড়ার জন্যে ইউনিকোডের সংজ্ঞায় নির্মিত যেকোন ওপেন
টাইপ বাংলা ফন্ট কম্পিউটারে থাকলেই চলবে। |
|
|
|
|
Home
| সাইট ম্যাপ | কেন বাংলা | অ্যাকসেন্ট | Free Version |