Click for English

How to use
বর্ণসফট্কিবোর্ড ইন্টারফেস কিভাবে ব্যবহার করবেন

আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানিঅনেকেই সফটওয়্যার ডাউনলোড-নিয়ম, ইনস্টলেশন গাইড বা ব্যবহারবিধি পড়তে চান না  আর তাই যাবতীয় তথ্য ওয়েব সাইটে আর প্রোগ্রামের প্যাকেজে থাকলেও ব্যবহারেচ্ছুগণ আমাদের কাছে ইনস্টলেশন বা ব্যবহার সংক্রান্ত অনেক প্রশ্ন পাঠিয়ে থাকেন  এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক  আমাদের পক্ষে প্রতিটি প্রশ্নকারীর সাধারণ প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়যা এই সাইটে একাধিকবার একাধিক স্থানে আলোচিত হয়েছে এবং প্রোগ্রামের হেলপ্বা টিউটরিয়ালে আরো বিস্তারিতভাবে দেয়া আছে  অতএব অনুগ্রহ করে ওয়েব সাইটটি দেখুন, ইনস্টলেশন গাইডখানি অনুসরণ করুন এবং ব্যবহারকালে প্রোগ্রামের মেনু, হেলপ্আর টিউটোরিয়ালে একবার চোখ বুলিয়ে নিন

কিবোর্ড ইন্টারফেস কিভাবে ব্যবহার করবেন তার সবিস্তার এবং সচিত্র বর্ণনা কিবোর্ড ইন্টারফেস প্যাকেজে সংযুক্ত করা আছে  ইনস্টলেশন শেষ হবার পর নিজে থেকেই একটি টিউটোরিয়াল লঞ্চ হবেযদি আপনি ইনস্টলেশন উইণ্ডোর সর্বশেষ স্ক্রীণের Finish বাটন ক্লিক করার আগে View Tutorial চেকবক্স আনচেক না করেন  টিউটোরিয়াল পড়ার জন্যে আপনার Adobe Acrobat Reader লাগবে যা বেশীরভাগ কম্পিউটারেই থাকে  না থাকলে তাআপনি এখনই ডাউনলোড করে নিন

টিউটোরিয়ালটি আপনাকে অবশ্যই পড়তে হবে কিবোর্ড ইন্টারফেস কিভাবে ব্যবহার করবেন তা জানার জন্যে  এরপর আপনি প্রোগ্রামের ব্যবহারবিধি User Manual-এর আবশ্যিক জ্ঞাতব্য অংশটুকু পড়বেন  সম্ভব হলে User Manual-এর বাকী অংশগুলিতে তখনই একবার চোখ বুলিয়ে নিবেন অথবা পরবর্তীতে সময় নিয়ে পড়বেন

মনে রাখবেন, কিবোর্ড ইন্টারফেসের ব্যবহার সংক্রান্ত আপনার সমস্ত সম্ভাব্য প্রশ্নের উত্তর উল্লেখিত টিউটোরিয়াল এবং ব্যবহারবিধিতে দেয়া আছে

 

 

 

 

Home  |  সাইট ম্যাপ  |  কেন বাংলা  |  অ্যাকসেন্ট  |  Free Version