Click for English

কিবোর্ড সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য

   অচিরঃ নন্ইউনিকোডভিত্তিক কিবোর্ড

        বাংলার জন্যে এযাবত্ প্রচলিত নন্‌স্ট্যাণ্ডার্ড এনকোডিং স্কীম ব্যবহার করে বাংলা টেক্সট প্রসেসিং করার কিবোর্ড  (বাংলার জন্যে এখনো কোন প্রমিত বা স্ট্যাণ্ডার্ড স্কীম ব্যবহার করা হয় না  প্রতিটি বাংলা সফটওয়্যার প্রস্তুতকারকের ফন্টের লেআউট তাই আলাদা  এতে কোন একটি বাংলা ডকুমেন্ট যে ফন্টে তৈরি করা হয়েছে সেই ফন্টখানি যে কম্পিউটারে নাই, সেই কম্পিউটারে ঐ ডকুমেন্ট পড়া যাবে না।)

        অচির কিবোর্ডে ANSI এনকোডিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা মূলতঃ ASCII কোড চার্টের ইংরেজি বর্ণকে বাংলা বর্ণ দিয়ে প্রতিস্থাপন করা  বাংলার জন্য এই পদ্ধতি একটি আপাতঃ সমাধান (stop-gap solution) মাত্র কোন চিরস্থায়ী বন্দোবস্ত নয়  কম্পিউটার প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে এই পদ্ধতির ব্যবহার এক সময় অকেজো হয়ে পড়বে৷ অতএব এই স্কীম হল ক্ষণস্থায়ী; আর তাই এই কিবোর্ডটির নাম অচির

        যেহেতু অচির কিবোর্ড ASCII কোডচার্ট ব্যবহার করে, সেহেতু এই কিবোর্ড সবগুলি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এপ্লিকেশন প্রোগ্রামে ব্যবহার করা যাবে কিছু সীমাবদ্ধতার বিনিময়ে

            অচির কিবোর্ড বর্ণসফট্ প্রণীত বানান পদ্ধতি (বর্ণসফট্‌ টাইপোলজী) অনুসরণ করে তৈরি  আপনি যদি বর্ণসফট্ অ্যাকসেন্ট (আগের নাম: বর্ণসফট্ বাংলা২০০০) প্রোগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে এই কিবোর্ড সাবলীলভাবে ব্যবহার করতে পারবেন User’s Manual না পড়েই

  অধুনাঃ ইউনিকোডভিত্তিক কিবোর্ড

        কম্পিউটার প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে বিশ্বের প্রতিটি ভাষাকে এই প্রযুক্তিতে সম্পৃক্ত করার জন্যে যে এনকোডিং স্কীম তৈরি করা হয়েছে তাইউনিকোড (Unicode)  এই এনকোডিং বাংলার জন্যে একটি স্থায়ী বন্দোবস্ত  বেশ কয়েক বছর আগেই বাংলা এই এনকোডিং-এর আওতায় এলেও বাংলার জন্যে এই স্কীমের সাপোর্ট প্রদান করা শুরু হয়েছে অতি সম্প্রতিকম্পিউটার প্রযুক্তির আধুনিক টেক্সট এনকোডিং ইউনিকোডের উপর ভিত্তি করে তৈরি বিধায় এই কিবোর্ডটির নাম অধুনা

        কেবলমাত্র সাম্প্রতিককালের অপারেটিং সিস্টেম এবং এপ্লিকেশন প্রোগ্রামে বাংলার জন্যে ইউনিকোড সাপোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে বিধায় পুরাতন অপারেটিং সিস্টেমে বা এপ্লিকেশন প্রোগ্রামে এই কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখা যাবে নাএই মুহূর্তে Windows2000Windows XP সিস্টেমের অল্প কয়েকটি এপ্লিকেশন প্রোগ্রামে অধুনা কিবোর্ড ব্যবহার করা যাবে 

        অধুনা কিবোর্ডও বর্ণসফট্‌ প্রণীত বানান পদ্ধতি (বর্ণসফট টাইপোলজী) অনুসরণ করে তৈরি  আপনি যদি বর্ণসফট অ্যাকসেন্ট ব্যবহার করে থাকেন তাহলে এই কিবোর্ড সাবলীলভাবে ব্যবহার করতে পারবেন পারবেন User’s Manual না পড়েই

অনতিঃ ইউনিকোডভিত্তিক কিবোর্ড

        অধুনা কিবোর্ড যেসব অপারেটিং সিস্টেম ও এপ্লিকেশন প্রোগ্রামে ব্যবহার করা যাবে, অনতি কিবোর্ডেও সেই সব অপারেটিং সিস্টেম ও এপ্লিকেশন প্রোগ্রামে ব্যবহার করা যাবে

        অনতি কিবোর্ডেও বর্ণসফট্‌ প্রণীত নিয়মে লেখা যাবে  কিন্তু অন্য দুটি কিবোর্ডের সাথে এর একমাত্র পার্থক্য এতে যুক্তাক্ষরগুলি নিজে থেকেই তৈরি হবে না, যে ভাবে অ্যাকসেন্ট, অচির বা অধুনাতে তৈরি হয়  কোন যুক্তাক্ষর লেখার সময় যুক্তবর্ণের দ্বিতীয় (এবং তৃতীয়, যদি তিন বর্ণের যুক্তাক্ষর হয়) বর্ণ লেখার সময় Shift+Key (অর্থাত্ Shift+ যে বর্ণটি লিখতে চান তার কিস্ট্রোক) দিতে হবে

        অনতি কিবোর্ড তারাই ব্যবহার করবেন যারা বর্ণসফট্‌ প্রণীত নিয়মটি ঠিকমত আয়ত্ত করতে পারেন না বা আয়ত্ত করতে চান না  এই কিবোর্ড মূলতঃ বর্ণসফট্‌ টাইপোলজীই ব্যবহার করে কিন্তু এটি রপ্ত করার জন্য যে সময় ব্যয় হবে তা বর্ণসফটের প্রণীত নিয়মটি আয়ত্ত করার চেয়ে অনেক কম; তাই এই কিবোর্ডটির নাম অনতি

পৃষ্ঠার শুরুতে

 

 

 

Home  |  সাইট ম্যাপ  |  কেন বাংলা  |  অ্যাকসেন্ট  |  Free Version