Click for English

ইন্টারফেস: যা একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে (অথবা দুটি সফটওয়্যারের মধ্যে বা দুটি হার্ডওয়্যায়ের মধ্যে) সংযোগ স্থাপন করে 

কিবোর্ড ড্রাইভার: কম্পিউটার কিবোর্ডের কোন key কি কাজ করবে, অর্থাত্ কোন একটি key press কোন্ বর্ণ বা চিহ্ন মনিটরে দেখাবে, অথবা অন্য কি ধরনের কার্য সম্পাদন করবে (যেমন: ফাইল সেভ, টেক্সট কপি ইত্যাদি) তানির্ধারণ করে যে প্রোগ্রামটি সেটি কিবোর্ড ড্রাইভার  

কিবোর্ড ইন্টারফেস: কম্পিউটারে একটি প্রমিত (Standard) কিবোর্ড ড্রাইভার থাকে  কিন্তু ব্যবহারিক প্রয়োজনে সেই ড্রাইভারের নির্দিষ্ট কাজকে পরিবর্তন বা পরিবর্ধন করে অন্য ধরনের কাজ করার নির্দেশনামা দিয়ে যে প্রোগ্রাম (ড্রাইভার) তৈরি করা হয় তাকে এক ধরনের ইন্টারফেস বলে  যেমন, কিবোর্ডের E কিস্ট্রোক মনিটরে e বা E লেখে  কিন্তু বাংলা লেখার সময় বর্ণসফটে E কিস্ট্রোকের আঊটপুট পরিবর্তন করে শব্দে প্রয়োজনানুসারে বা এ-কারলেখানো হয়  অর্থাত্ কিবোর্ডের নির্দিষ্ট কাজকে এখানে বদলে ফেলা হচ্ছে মূল কিবোর্ড ড্রাইভারটির পরিবর্তন সাধন করে 

কিবোর্ড ড্রাইভার শুধু কোন একটি প্রোগ্রাম লেভেলে কাজ করতে পারে (যেমন: কোন ওয়ার্ড প্রসেসর)  তখন তা একটি Stand Alone Application-এর অঙ্গ (যেমন: বর্ণসফট অ্যাকসেন্ট; আগের নাম: বর্ণসফট্ বাংলা২০০০) এবং ঐ প্রোগ্রামের বাইরে এই ড্রাইভারটিকে আর কোথাও ব্যবহার করা যাবে না 

অন্যদিকে যদি কোন কিবোর্ড ড্রাইভার সিস্টেম লেভেলে কাজ করে তবে যেকোন প্রোগ্রামে তাব্যবহার করা যায় যেমন বর্ণসফট্ কিবোর্ড ইন্টারফেস  এটি আপনি উইণ্ডোজের যেকোন Application Program-এ বাংলা লেখার জন্যে ব্যবহার করতে পারবেন

 

 

 

Home  |  সাইট ম্যাপ  |  কেন বাংলা  |  অ্যাকসেন্ট  |  Free Version