Click for English

বর্ণসফট্ কিবোর্ড ইন্টারফেস রেজিস্ট্রেশন

বর্ণসফট্ কিবোর্ড ইন্টারফেস ইভ্যালুয়েশনের নিমিত্তে ২০ বার চালানো যাবে  নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্যে প্রতিটি কপি প্রতিটি কম্পিউটারের জন্যে আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে 

রেজিস্ট্রেশনের জন্যে প্রয়োজন Product S/N Product ID   আপনি কোন বর্ণসফট্ প্রোডাক্ট আমাদের থেকে বা বর্ণসফট্ অনুমোদিত কোন এজেন্ট থেকে ক্রয় করলেই শুধুমাত্র Product S/N পাবেন  আপনি যদি ক্রয় করে থাকেন তবে প্রোগ্রাম ইনস্টলের শুরুতেই বা পরবর্তীতে যেকোন সময় বর্ণসফট্ থেকে প্রাপ্ত Product S/N প্রোগ্রামের User Information Window-তে লিখুন  এরপর আপনি Product ID পাবেন যা আপনার কম্পিউটার থেকে জেনারেট করবে  আপনার Product S/N Product ID আমাদেরকে পাঠান  আমরা উক্ত কপির বৈধতা ভেরিফাই করে অনতিবিলম্বে আপনাকে রেজিস্ট্রেশন পাঠাবো  লক্ষ্য করুন, শুধুমাত্র Product S/N দিয়ে রেজিস্ট্রেশন সম্ভব নয়  Product IDযা আপনার কম্পিউটার জেনারেট করবে, তানা পাওয়া পর্যন্ত আমরা আপনার রেজিস্ট্রেশন করতে পারব না 

প্রতিটি কম্পিউটারের Product ID হবে আলাদা এবং একটি Product ID-র বিপরীতে পাঠানো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অন্য কম্পিউটারে এই সফটওয়্যার রেজিস্ট্রেশন করা যাবে না

রেজিস্ট্রেশন সংক্রান্ত আরো বিস্তারিত বিবরণ আপনি পাবেন প্রোগ্রাম ব্যবহার ও রেজিস্ট্রেশনের সময় প্রতিটি ধাপে  শুধু স্ক্রীণের ইনস্ট্রাকশানগুলি অনুসরণ করে এগিয়ে চলুন  যেকোন সমস্যায় আমাদেরকে যোগাযোগ করুন

Product S/N:  বর্ণসফট্ প্রোডাক্টের প্রতিটি কপি একটি সিরিয়াল নম্বর দিয়ে চিহ্নিত করা হয়  শুধুমাত্র বৈধ ক্রেতাগণই এই সিরিয়াল নম্বর পাবেন  Product S/N আপনার কম্পিউটারের Product ID জেনারেট করে এবং বর্ণসফট্ প্রোডাক্টের বৈধ ক্রেতাকে সনাক্ত করে

Product S/N দেখতে এরকম হতে পারে:
4B9R V6N2 P5D9

Product ID: আপনার কম্পিউটার থেকে জেনারেট হয় User Information Product S/N ইনপুট করার পর  প্রতিটি কম্পিউটারের Product ID ভিন্ন  Product ID-র বিপরীতে রেজিস্ট্রেশন নম্বর তৈরি হয় 

Product ID দেখতে এরকম হতে পারে:
K13E XRK4 NT3H 7575 MKXZ

পৃষ্ঠার শুরুতে

 

 

 

Home  |  সাইট ম্যাপ  |  কেন বাংলা  |  অ্যাকসেন্ট  |  Free Version